তবে রাজনৈতিক উপায়ে চলমান সংকট নিরসনের জন্য ইরানের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। জাপানের রাজধানী টোকিওতে আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “ইরান কখনো মনে করে না, যুদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বরং সবসময় যুদ্ধবিরোধী নীতির প্রশ্নে অটল রয়েছে তেহরান। যুদ্ধ শুরুর প্রথম থেকেই আমরা এর অবসানের বিষয়টির ওপর গুরুত্বারোপ করে আসছি এবং পক্ষগুলোকে সংলাপ ও রাজনৈতিক সমাধানের দিকে আনার চেষ্টা করছি। এই কাঠামোর আওতায় আমরা সক্রিয় পদক্ষেপ নিয়েছি।”
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। মস্কো বলে আসছে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ন্যাটো জোটে যুক্ত করে রাশিয়ার দোর গোড়ায় ঘাঁটি গড়ে তোলার চেষ্টা করছে যা মস্কোর নিরাপত্তা জন্য চরম হুমকি। এই হুমকি নস্যাৎ করার জন্য রাশিয়া সামরিক অভিযান শুরু করেছে।ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভ সরকার ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ড্রোন সরবরাহের জন্য অভিযুক্ত করে আসছে।
তবে ইরান সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আজকের সংবাদ সম্মেলনেও ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ইউক্রেন আজ পর্যন্ত এ বিষয়ে কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি।#
342/